Header Ads

Hardware


                                                                   







HARD DRIVE(HARD DISK):  





üClick à মাউসের কোন বাটনে একবার চাপ দেওয়াকে click করা বলে ।
üDouble click à মাউসের কোন বাটনে পর পর দুইবার চাপ দেওয়াকে double     click করা বলে । এক্ষেত্রে যত দ্রুত সম্ভব পর পর দুবার চাপতে হবে । 

üমাউসের বাটন দুইটা à Left button Right button
üযেহেতু Left button অনেক বেশি পরিমাণে ব্যবহার করা হয় তাই শুধু Click করা বলতে Left button এ একবার চাপ দেওয়াকেই বুঝায় এবং Double click বলতে Left button এ পর পর দুইবার চাপ দেওয়াকেই বুঝায় ।

üRight button Click করাকে আলাদাভাবে বলা হয় right-click Right button সাধারণত double click এর প্রয়োজন হয় না ।

üRight-click করলে একটা menu open হবে এখানে কিছু options থাকে, mouse এর cursor/pointer এর স্থানভেদে menu তে options গুলোর ধরণ ভিন্ন ভিন্ন হয় । এর পর menu থেকে কোন একটি option এর উপর click করলে কম্পিউটার উক্ত option অনুযায়ী নির্দিষ্ট কোন কাজ করে দেয় ।

üMenu এর বাইরে click করলে menu close হয়ে যায় ।
üকোন ফাইল/ফোল্ডারকে একস্থান হতে অন্য স্থানে স্থানান্তর করণকে বলা হয় drag করা । drag করার জন্য প্রথমে ফাইল/ফোল্ডারটিকে একবার ক্লিক করে নিবার্চন করুন । তারপর ফাইল/ফোল্ডারটির উপর মাউস পয়েন্টার রেখে মাউসের left বাটন চেপে ধরে, প্রয়োজনীয় স্থানে মাউস পয়েন্টার স্থানান্তর করে left বাটন ছেড়ে দিন । 

 


No comments

Powered by Blogger.