মাল্টিমিডিয়া কন্টেন্টের ধারণা
মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরির বিবেচ্য বিষয়
পাঠ্য বিষয়বস্তুর সাথে
সম্পর্কযুক্ত ছবি ব্যবহার করতে হবে
ছবি/
ভিডিও দেশীয় হতে হবে
ছবি
দেশের ঐতিহ্য অনুযায়ী হতে হবে
শিক্ষার্থীদের বয়স
অনুযায়ী ছবি/ ভিডিও দেখাতে হবে।
শিক্ষার্থীর
পরিচিত পরিবেশ অনুযায়ী ছবি হতে হবে।
লেখাগুলোর
রঙ গাঢ় ও স্পষ্ট হতে হবে যেন দূর থেকে সহজেই বুঝা যায়
ছবির ক্যাপশন সঠিকভাবে দিতে হবে
মাল্টিমিডিয়া কনটেন্টের
বৈশিষ্ট্য
•অবশ্যই
বিষয়
সংশ্লিষ্ট হবে, শিক্ষাক্রমের বিশেষ
উদ্দেশ্য এবং শিখনফলের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে।
•শিক্ষার্থীদের
অনুসন্ধিৎসু
করার মতো হবে।
•শিক্ষার্থীদের
জীবন
ঘনিষ্ঠ বা পরিচিত পরিবেশ প্রদর্শন করবে।
•ছবি বা ভিডিও যেন আমাদের দেশীয় হয়। তবে একান্তই দেশীয় না পাওয়া গেলে বিদেশী নেয়া যেতে পারে।
•আমাদের
সামাজিক
মূল্যবোধ, রীতিনীতি, ধর্মীয় চেতনার পরিপন্থী যেন
না হয়।
•রাষ্ট্রীয়
আদর্শ এবং মূলনীতির পরিপন্থী যেন না হয়।
•অবশ্যই
যেন
শিক্ষার্থীদের বয়স উপযোগী হয়।
No comments
Post a Comment