Bangla Type (বাংলা টাইপ)
Flowchart:
Start
↓
All Programs
↓
Avro Keyboard
↓
Keyboard Layout
↓
Avro Phonetic(English to
Bangla)
↓
Press F12
Avro
Bar→Click Help → Bangla Typing with Avro Phonetic Click
ইউনিকোড সফটওয়্যার (অভ্র) ব্যবহার করে বাংলা লেখা
- আর বারটি ডেস্কটপে না থাকলে নিম্নোক্ত উপায়ে ওপেন করুন
- Start→Programs→Avro Keyboard এ ক্লিক করুন
অভ্র: বিভিন্ন
ফিচার সম্পর্কে ধারণা
অভ্রতে বাংলা লেখা শুরু করুন:
(যারা বিজয়ের কী-বোর্ড লেআউটে বাংলা টাইপ করতে জানেন না)
- কী-বোর্ড
লেআউট থেকে Avro Phonetic (English to
Bangla) নির্বাচন করুন (ছবি দেখুন)।
- কীবোর্ডে F12চাপুন। এতে কীবোর্ড মোড Banglaহবে। এবার স্লাইডে বাংলা টাইপ করুন।
- Avro Phonetic কী-বোর্ড লেআউটে ইংরেজি লিখলে তা বাংলায় রুপান্তরিত হয়। যেমন: ‘amar’লিখলে হবে ‘আমার’, ‘tOmer’লিখলে হবে ‘তোমার’ ইত্যাদি
English লিখতে চাইলে আবার F12 চাপুন, ফলে কীবোর্ড মোড English হবে।
প্রয়োজনে লেআউট ভিউয়ার (ছবি
দেখুন)-এ ক্লিক করে ফোনেটিক কী-বোর্ড লেআউট ব্যবহারকারীরা কোন ইংরেজি কী চাপলে কোন
বাংলা অক্ষরটি টাইপ হবে তা দেখে নিতে পারেন।
অভ্র সম্পর্কে বিস্তারিত জানতে অভ্র শর্টকাট (ছবি দেখুন)
থেকে হেল্প চাপুন।
বাংলালেখাএডিটিং (সম্পাদনা)
PowerPoint এ Text লেখা, রং করা ও ছোট-বড় করা
Text লেখা
- প্রথমে PowerPoint Screen এ add to new slide এ ক্লিক করে নতুন একটি
স্লাইড খুলুন
- স্লাইডটিতে
দুটি Text Box দেখতে পাবেন।
এবার বাংলা লিখতে চাইলে কীবোর্ডেফাংশন F12 চেপে Avro বাংলা কী-বোর্ড মোড টি নির্বাচন করুন। এরপর NikoshBan ফন্ট নির্বাচন করুন।
- স্লাইডের উপরে
Text Box এ মাউস দিয়ে ক্লিক করে Text লেখা শুরু করুন। নিজের নাম লিখুন। যেমন: মোহাম্মদ সাইফুদ্দিন। সাবটাইটাল ঘরে নিজের স্কুল/প্রতিষ্ঠানের নাম লিখুন
- কী-বোর্ডে
ফাংশন (Fn)F5 চেপে অথবা, Slide Show বাটনে
- অথবা মেনুবার
থেকে Slide Show→View Show নির্বাচন করুন
Text রং করা
- কোনো Text রং করতে চাইলে আগে সেই Text টি মাউস দিয়ে টেনে ধরে নির্বাচন করুন, অথবা Text বক্সটি নির্বাচন করুন
- এবার Homeরিবন এর Fontকমান্ডগ্রুপ থেকে Font Color নির্বাচন করুন (ছবি দেখুন)।
- More Colorsএ ক্লিক করে পছন্দমতো রং
নির্বাচন করুন
- ok ক্লিক করলে নির্বাচিত Text টি রঙিন হবে
No comments
Post a Comment