Header Ads

Bangla Type (বাংলা টাইপ)

 বাংলায় লেখা, সহজ বানান লেখা অভ্র ব্যবহার নির্দেশিকা পরিচিতি

Flowchart:




 
Start
    ↓   
All Programs    
    ↓    
Avro Keyboard    
    ↓       
Keyboard Layout    
   ↓      
Avro Phonetic(English to Bangla) 
  ↓          
Press F12



Avro Bar→Click Help → Bangla Typing with Avro Phonetic Click 

           ইউনিকোড সফটওয়্যার (অভ্র) ব্যবহার করে বাংলা লেখা                             
  • আর বারটি ডেস্কটপে না থাকলে নিম্নোক্ত উপায়ে ওপেন করুন
  • Start→Programs→Avro Keyboard এ ক্লিক করুন
 
অভ্র: বিভিন্ন ফিচার সম্পর্কে ধারণা
অভ্রতে বাংলা লেখা শুরু করুন: (যারা বিজয়ের কী-বোর্ড লেআউটে বাংলা টাইপ করতে জানেন না)

  • কী-বোর্ড লেআউট থেকে Avro Phonetic (English to Bangla) নির্বাচন করুন (ছবি দেখুন)
  • কীবোর্ডে F12চাপুন। এতে কীবোর্ড মোড Banglaহবে। এবার স্লাইডে বাংলা টাইপ করুন।
  • Avro Phonetic কী-বোর্ড লেআউটে ইংরেজি লিখলে তা বাংলায় রুপান্তরিত হয়। যেমন: ‘amar’লিখলে হবে আমার, ‘tOmer’লিখলে হবে তোমার ইত্যাদি
English লিখতে চাইলে আবার F12 চাপুন, ফলে কীবোর্ড মোড English হবে।

 প্রয়োজনে লেআউট ভিউয়ার (ছবি দেখুন)-এ ক্লিক করে ফোনেটিক কী-বোর্ড লেআউট ব্যবহারকারীরা কোন ইংরেজি কী চাপলে কোন বাংলা অক্ষরটি টাইপ হবে তা দেখে নিতে পারেন।

অভ্র সম্পর্কে বিস্তারিত জানতে অভ্র শর্টকাট (ছবি দেখুন) থেকে হেল্প চাপুন।

বাংলালেখাএডিটিং (সম্পাদনা)

PowerPoint Text লেখা, রং করা ও ছোট-বড় করা
Text লেখা
  • প্রথমে PowerPoint Screen add to new slide এ ক্লিক করে নতুন একটি স্লাইড খুলুন
  • স্লাইডটিতে দুটি Text Box দেখতে পাবেন। এবার বাংলা লিখতে চাইলে কীবোর্ডেফাংশন F12 চেপে Avro বাংলা কী-বোর্ড মোড টি নির্বাচন করুন। এরপর NikoshBan ফন্ট নির্বাচন করুন।
  • স্লাইডের উপরে Text Box এ মাউস দিয়ে ক্লিক করে Text লেখা শুরু করুন। নিজের নাম লিখুন। যেমন: মোহাম্মদ সাইফুদ্দিন। সাবটাইটাল ঘরে নিজের স্কুল/প্রতিষ্ঠানের নাম লিখুন
  • কী-বোর্ডে ফাংশন (Fn)F5 চেপে অথবা, Slide Show বাটনে ক্লিক করে প্রেজেন্টেশনটি show করুন
  • অথবা মেনুবার থেকে Slide Show→View Show নির্বাচন করুন
  • ফাইলটি সেভ করার জন্যFile→Saveচাপুন। অথবা কী-বোর্ডে Ctrl S চাপুনঅথবা Quick Access Toolbarথেকে Save আইকনে ক্লিক করুন।


Text রং করা
  • কোনো Text রং করতে চাইলে আগে সেই Text টি মাউস দিয়ে টেনে ধরে নির্বাচন করুন, অথবা Text বক্সটি নির্বাচন করুন
  • এবার Homeরিবন এর Fontকমান্ডগ্রুপ থেকে Font Color নির্বাচন করুন (ছবি দেখুন)
  • More Colorsএ ক্লিক করে পছন্দমতো রং নির্বাচন করুন
  • ok ক্লিক করলে নির্বাচিত Text টি রঙিন হবে
 












No comments

Powered by Blogger.