শিখনফল লেখার কৌশল
শিখনফল লেখার ক্ষেত্রে বিবেচ্য বিষয়
• আমরা পাঠ্যপুস্তকের নির্ধারিত পাঠ অনুযায়ী শিখনফল লিখব।
• শিখনফলের ভাষায় একটি ক্রিয়াবাচক শব্দ বা Action Verb ব্যবহার করব।
• একটি শিখনফলে একাধিক Action Verb লিখব না।
• একটি পাঠে একাধিক শিখনফল থাকলে ‘সহজ থেকে কঠিন’ এই ক্রমে
লিখব।
শিক্ষার্থীরা
পারদর্শিতা প্রদর্শন করে এমন আচরণিক ভাষায় লিখতে হবে, যেমন-
No comments
Post a Comment