Header Ads

Graphics

Graphics

গ্রাফিক্সের গুরুত্ব 
                  আমন্ত্রণপত্র →   পোস্টার  →  ব্যানার   →    বিজ্ঞাপন

কম্পিউটার ছবি সম্পাদনার  প্রোগ্রামটি হলো-

Adobe Photoshop


এডোবি ফটোশপের কাজ 
ছবি বা ছবির কোনো অংশের ঔজ্জল্য বাড়ানো-কমানো  
২। একাধিক ছবির সমনবয়ে বইয়ের প্রচ্ছদ, পোস্টার ইত্যাদি
৩। ছবির অপ্রোয়জনীয় অংশ কেটে ফেলা  
৪। ছবির দাগ বা ত্রুটি মুছে ফেলা
 
পিক্সেল


পিক্সেল হচ্ছে ১ টি ইমেজ বা ছবির বর্গাকার ক্ষুদ্রতম একক। ইঞ্চি প্রতি ৭২ পিক্সেল কথাটির অর্থ হচ্ছে ১ ইঞ্চিতে আড়াআড়ি এবং উলম্বভাবে ৭২টি পিক্সেলের ৭২টি করে লাইন। এতে ১ বর্গ ইঞ্চিতে মোট পিক্সেলের পরিমাণ দাঁড়াবে ৭২ ´ ৭২ = ৫১৮৪ পিক্সেল। প্রতি বর্গ ইঞ্চিতে বা নির্দিষ্ট এককে পিক্সেলের পরিমাণকে রেজুলেশন বলা হয়। পিক্সেলের ঘরে ১৩০ টাইপ করলে ১৩০ ´ ১৩০ =১৬৯০০ পিক্সেল।    

No comments

Powered by Blogger.