Header Ads

Computer Software

Program (প্রোগ্রাম)
কম্পিউটারের মধ্যে কোন একটি ছোট কাজ করার জন্য কম্পিউটারের ভাষায় প্রদত্ত সারিবদ্ধ সুশৃঙ্খল কিছু নির্দেশাবলী (Instructions) এর সমষ্টিকেই Program বলে ।

Software (সফ্টয়্যার)
কম্পিউটারের মধ্যে কোন একটি বড় কাজ করার জন্য কম্পিউটারের ভাষায় প্রদত্ত এক বা একাধিক Program এবং আনুষঙ্গিক কিছু ডাটার সমষ্টিকে Software বলে । কম্পিউটারকে কর্যোপযোগী করার জন্য এবং কম্পিঊটারের মধ্যে বিভিন্ন ধরণের কাজ করার জন্য কম্পিউটারকে নানা রকমের Software প্রদান করতে হয় (install করতে হয়) । 

অনেক সময় Program এবং Software কে একই জিনিস মনে করা হয় । 

OPERATING SYSTEM: 
কম্পিউটারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ software/program টিকেই OPERATING SYSTEM বলা হয় । এটাকে অন্য সকল software/program এর manager বলা হয় ।
WS 7:  Microsoft company কর্তৃক তৈরি একটি operating system এর নাম WINDOWS 7

MICROSOFT OFFICE:
MICROSOFT Company কর্তৃক নির্মিত একটি software যা দিয়ে লেখালেখি (word), উপস্থাপনার (powerpoint) কাজ, স্প্রেডশিট (excel) এর কাজ, ডাটাবেজের (access) কাজ করা যায় ।

পেড্রাইভ অপেন করার পর ভাইরাস দেখার নিয়ম (Hidden বা হিডেন ফাইল দেখার নিয়ম)-
১। Organize এ ক্লিক করুন ।
২। Folder and search options এ ক্লিক করুন ।
৩। View button এ ক্লিক করুন ।
৪। Show hidden files, folders and drives এর পাশের গোলাকার বক্সে ক্লিক করুন ।
৫। Hide empty--------,
     Hide extensions-------,
     Hide protected---------,
এ তিনটি লাইনের বাম পাশের ঘর গুলোর টিক চিহ্ন ক্লিক করে উঠিয়ে দিন, তবে তিন নাম্বার ধাপের পরে Yes করতে হয় ।
৬। Apply ক্লিক করুন ।
৭। OK ক্লিক করুন ।
এবার দেখবেন অপরিচিত নামের ঘোলাটে ধরনের কিছু ফাইল দেখা যাচ্ছে এগুলো delete করে দিন ।
কাজ শেষ হলে উপরের মত তিনটি ধাপ যাওয়ার পর
৪। Don’t show files, folders and drives লাইনের বাম পাশের ঘরে ক্লিক করে টিক চিহ্ন  দিয়ে দিন ।
৫। Hide empty--------,
     Hide extensions-------,
     Hide protected---------,
   এ তিনটি লাইনের বাম পাশের ঘর গুলোতে ক্লিক করে টিক চিহ্ন  দিয়ে দিন ।
৬। Apply ক্লিক করুন ।
৭। OK ক্লিক করুন ।

কোন ফাইল হিডেন করার নিয়ম –
১। ফাইল/ফোল্ডারের উপর রাইট-ক্লিক  করুন ।
২। Properties ক্লিক করুন ।
৩। Hidden এর বাম পাশের ঘরে ক্লিক করে টিক চিহ্ন দিন ।
৪। Apply OK ক্লিক করুন ।
তবে ফোল্ডার হাইড করার সময় সব শেষে আরো একটি ধাপ দেখা যেতে পারে  সে ক্ষেত্রে
Apply changes to this folder only লাইনের বাম পাশের ঘরে ক্লিক করুন এবং OK করুন ।

আন হাইড করার নিয়ম –
১। ফাইল/ফোল্ডারের উপর রাইট-ক্লিক  করুন ।
২। Properties ক্লিক করুন ।
৩। Hidden এর বাম পাশের ঘরে ক্লিক করে টিক চিহ্ন দিন উঠিয়ে দিন ।
৪। Apply OK ক্লিক করুন ।
তবে ফোল্ডার হাইড করার সময় সব শেষে আরো একটি ধাপ দেখা দেখা যেতে পারে সে ক্ষেত্রে Apply changes to this folder only লাইনের নিচের লাইনের বাম পাশের ঘরে ক্লিক করুন এবং OK করুন । 

System Information দেখার নিয়ম—
১। My computer এ রাইট-ক্লিক করুন ।
২। Properties এ ক্লিক করুন ।

Operating System Setup দেওয়ার দরকার কেন---
১। যদি Operating System ক্রাশ করার কারনে কম্পিউটার অচল হয়ে যায় ।
২। কম্পিউটারে প্রচুর পরিমাণে ভাইরাসের কারণে কম্পিউটার অত্যন্ত ধীর গতির হয়ে যায় ।
এখানে আমরা Windows 7 Operating System Setup দেওয়া শিখবো তার পূর্বে মনে রাখতে হবে ।
১। C পারটিশনে ২০ গিগাবাইটের মত জায়গা থাকা দরকার ।
২। RAM এর পরিমাণ ১ গিগাবাইট হলে ভাল হয় ।

Setup শুরুর পূর্বে করণীয়-
১। Desktop এ রেখেছেন এমন প্রয়োজনীয় কোন ফাইল/ফোল্ডার থেকে থাকলে তাদের আগে কাট করে কম্পিউটারের ভিতর বা পেনড্রাইভের ভিতর পেষ্ট করে রাখতে হবে ।
২। My Computer এ ঢুকার পরে বাম পাশের Navigation Pane থেকে Download ফোল্ডারে ঢুকে ডাউনলোডকৃত প্রয়োজনীয় ফাইল/ফোল্ডার আগের মত অন্যত্র রেখে দিন ।
কারন Setup দেওয়ার সময় C ড্রাইভ ফরমেট করলে C ড্রাইভের সকল কিছু মুছে যায় 

শুরু--
১। কম্পিউটারে Windows 7 Operating System এর CD/DVD  DVD Drive এ ঢুকানোর পরে কম্পিউটারে রিষ্টার্ট দিন ।
২। Click any key to start setup লেখা না দেখা যায় তবে ।
একটু পরেই দেখবেন নিচে Click ------key to inter setup I
এখানে যে key,উল্লেখ থাকবে সেটা চাপুন


No comments

Powered by Blogger.