Header Ads


তড়িৎ প্রবাহ বর্তনী


সূত্র
প্রতীক পরিচিতি একক
.তড়িৎ প্রবাহমাত্রা, I = Q / t
.ইলেকট্রনের তাড়ন বেগ, V = 1/ NAe
.ওহমের সূত্র,
1. I= V / R
2. V = IR
3. R = V / 1

4 .হুইটস্টোন ব্রিজ নীতি,
P / Q = R / S

Q = মোট চার্জ {কুলম্ব (C) }
t = সময় {সেকেন্ড (s) }
N = ইলেকট্রন সংখ্যা
A = পরিবাহীর প্রস্থচ্ছের ক্ষেত্রফল {বর্গমিটার (m2)}
e = ইলেকট্রনের চার্জ {কুলম্ব (C)}
V = বিভব পার্থক্য {ভোল্ট (v) }
I = তড়িৎ প্রবাহমাত্রা {অ্যাম্পিয়ার (A) }
R = রোধ {ওহম (Ω) }
R1 = t°C তাপমাত্রায় পরিবাহীর রোধ
R0 = 0°C তাপমাত্রায় পরিবাহীর রোধ
L = পরিবাহীর দৈর্ঘ্য {মিটার (m) }
R1, R2 …… Rn = শ্রেণী সমবায়ে যুক্ত রোধকগুলোর রোধ
R1, R2 …… Rn = সমান্তরাল সমবায়ে যুক্ত রোধকগুলোর রোধ
P,Q,R,S = রোধ {ওহম (Ω) }
n = কোষের সংখ্যা
E = তড়িচ্চালক শক্তি {ভোল্ট (v) }
r = অভ্যন্তরীণ রোধ {ওহম (Ω)}
কালার কোড দেখে কার্বন রোধের পরিমাণ নির্ণয় :
Color
Code Number
Multiplier
Tolerance (%)
কালো (Black)
0
1
±1
বাদামী (Brown)
1
10
±2
লাল (Red)
2
102
±3
কমলা (Orange)
3
103
±4
হলুদ (Yellow)
4
104
সবুজ (Green)
5
105
নীল (Blue)
6
106
বেগুণী (Violet)
7
107
ধূসর (Gray)
8
108
সাদা (White)
9
109
সোনালী (Golden)
-1
0.1
±5
রূপালী (Silver)
-2
0.01
±10
রংহীন
±20
** B. B. ROY Good Boy Very Good Worker
প্রতিটি ক্যাপিটাল লেটার উপরে বর্ণিত ছকের একটি রংকে উপস্থাপন করছে ।যেমন Very হলো Violet তেমনি Worker হলো White
তড়িৎ প্রবাহ বর্তনী অধ্যায়ে যে সব বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে
1.      তড়িৎ প্রবাহ
2.      এর সংজ্ঞা
3.      তাড়ন বেগ
4.      প্রবাহ ঘণত্ব
5.      বিদ্যুৎ প্রবাহের দিক নির্দেশের প্রচলিত নিয়ম
6.      ওহমের সূত্র
7.      বর্তনী
8.      সরল বর্তনী
9.      রোধ
10.  রোধের নির্ভরশীলতা
11.  রোধের উষ্ণতা গুণাঙ্ক
12.  রোধের সূত্র
13.  আপেক্ষিক রোধ
14.  পরিবাহিতা
15.  অতিপরিবাহিতা
16.  বিভব বিভাজন নীতি
17.  তড়িৎ বিভাজন নীতি
18.  কালার কোড দেখে কার্বণ রোধের পরিমাণ নির্ণয়
19.  তড়িচ্চালক শক্তি
20.  অভ্যন্তরীন রোধ
21.  নষ্ট ভোল্ট
22.  বিভব পার্থক্য তড়িচ্চালক শক্তির পার্থক্য
23.  বর্তনীতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশের প্রতীক
24.  কার্সফের সূত্র
25.  পেটেরসিওমিটার
গাণিতিক সমস্যা সমাধানঃ
1. 10 সেকেন্ডে একটি তারের কোন এক অংশের মধ্য দিয়ে 90 × 1028 টি ইলেকট্রন প্রবাহিত হলে তারের তড়িৎ প্রবাহ কত ?
সমাধানঃ
এখানে, Q = 90 × 1028 × 1.6 × 10-19 c [ প্রতিটি ইলেকট্রনের চার্জ 1c ]
= 14.4 c
t = 10 s
আমারা জানি, Q = It
I = Q / t = 1.44 A (Ans)
2. 3mm ব্যাসের একটি তামার তারের মধ্য 5A দিয়ে তড়িৎ প্রবাহ হলে
1. তড়িৎ প্রবাহ ঘণত্ব
3. একটি মোটর গাড়ির হেডলাইটের ফিলামেন্ট 5A বিদ্যুৎ টানে ।এর প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য 6V ফিলামেন্টের রোধ কত ?
সমাধানঃ
এখানে, I = 5A ; V = 6v ; R = ?
R = V / I = 1.2 Ω Ans
4. 20°C তাপমাত্রায় একটি কুন্ডলীর রোধ 20Ω রোধটিতে যখন 0°C তাপমাত্রায় 10V বিভব প্রভেদ করা হয় তখন এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের মান কত ? কুন্ডলীর তাপমাত্রা গুণাঙ্ক 0.0043°C-1
সমাধানঃ
0°C তাপমাত্রায় তড়িৎ প্রবাহ বের করার জন্য প্রথমে 0°C তাপমাত্রায় কুন্ডলীটির রোধ বের করতে হবে
দেওয়া আছে,Rθ = 20Ω ; θ = 20°C ; α = 0.0043°C-1 ; V = 10V
R0 = ?
I = ?
আমরা জানি, Rθ = R0 (1+αθ)
R0 = Rθ / (1+αθ) = 18.42 Ω
I = V / R0 = 0.543 A Ans.
5. কোন একটি থার্মোমিটারের রোধ 0°C 100°C তাপমাত্রায় যথাক্রমে 20Ω থার্মোমিটারটি একটি চুল্লীতে স্থাপন করলে এর রোধ 44Ω হয় ।চু্ল্লীর তাপমাত্রা কত ?
সমাধানঃ
এখানে, R0 = 8Ω ; R100 = 20Ω ; Rθ = 44 Ω ; α = ? θ = ?
R100 = R0 (1 + α × 100)
α = (R100 – R0 ) / (R0 × 100)
= 0.015°C-1
আবার, Rθ = R0 (1 + αθ)
θ = (Rθ – R0 ) / (Rθα)
= ( 44-8 ) / ( 8 × 0.015)
= 300°C Ans
6. 4Ω দুটি রাধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টিকে 2.2 V তড়িচ্চালক শক্তি অভ্যন্তরীন রোধের একটি কোষের সাথে যুক্ত করে বর্তনী পূর্ণ করা হল ।প্রতিটি রোধের প্রান্তীয় বিভব নির্ণয় কর
সমাধানঃ
এখানে, R1 = 4Ω ; R2 = 6Ω ; E = 2.2V ; r = 1Ω
V1 = ? ; V2 = ? ; I = ?
Rs = R1 + R2 = 10Ω
I = E ( Rs+r ) = 0.A Ans.
V1 = IR1 = 0.8 V Ans.
V2 = IR2 = 0.8 V
® Extrnsion :বর্তনীর হারানো ভোল্টেজ কত ?
আমারা জানি, হারানো ভোল্টেজ = Ir = E -IR = 0.2 V Ans
7. কোন একটি রোধকের মধ্য দিয়ে নির্দিষ্ট মাত্রার তড়িৎ প্রবাহ চলছে ।এর সাথে 120Ω রোধ শ্রেণীতে যুক্ত করলে প্রবাহমাত্রা পূর্বের প্রবাহের অর্ধেক হয় ।রোধকের রোধ নির্ণয় কর
সমাধানঃ
এখানে বিভব পার্থেক্যের পরিবর্তনের কথা উল্লেখ করা হয়নি ।তাই ধরে নিতে হবে যে উভয়ক্ষেত্রে একই বিভব পার্থক্য প্রয়োগ করা হয়েছে ।অর্থাৎ,
V = IR = I/2 ( R+120 )
® 2R = R+ 120
R = 120Ω Ans.
8. নিচের বর্তনীতে R1 = 100Ω ; R2 = R3 = 50Ω ; R4 = 75Ω এবং E = 6V প্রতি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ এবং প্রতি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় কর
সমাধানঃ
এখানে, R1 = 100Ω ; R2 = R3 = 50Ω ; R4 = 75Ω ; E = 6V
Is = I = ? ; I2 = ? ; I3 = ? I4 = ? ; V1 = ? ; V2 = ? ; V3 = ? ; V4 = ? ;
জটিল বর্তনীতে প্রায়ই কোন উপাদানগুলো (রোধ, ধারক প্রভূতি ) শ্রেণীতে আর কোনগুলো সমান্তরালে সংযুক্ত তা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এক্ষেত্রে দুটি পদ্ধতি আলোচনা যোগ্য :
1. কোষের ধণাত্মক প্রান্ত থেকে বর্তনী ঘুরে ঋণাত্মক প্রান্তে ইলেকট্রনের পথচলা বিবেচনা করা এক্ষেত্রে C- কোষের ধনাত্মক প্রান্ত থেকে A হয়ে R1 রোধের মধ্য দিয়ে B তে পৌছায় B থেকে BF, BCF BCDF এই তিনটি বিকল্প পথে ঋণাত্মক প্রান্তে পৌছানো সম্ভব তারমানে তিনটি বাহুর রোধগুলো সমান্তরালে যুক্ত এই তিনটি রোধকে একটি তুল্য রোধ Rp দিয়ে প্রতিস্থাপিত করে দেখা যাবে Rp , R1 এর সাথে শ্রেণীতে যু্ক্ত কেননা কোষের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তে যেতে তখন কোন বিকল্প পথ থাকবে না
9. একটি হুইটস্টোন ব্রীজের চার বাহুর রোধ যথাক্রমে 8Ω , 12Ω, 16Ω 20Ω চতুর্থ বাহুর সাথে কত মানের যুক্ত করলে ব্রীজটি সাম্যাবস্থায় থাকবে
সমাধানঃ
এখানে, P = 8 Ω ; Q = 12 Ω ; R = 16 Ω ; S1 = 20Ω
ধরা যাক চতুর্থ বাহুর সাথে S2 মানের রোধ যুক্ত করলে তুল্য রোধ S হয় এবং ব্রীজটি সাম্যাবস্থায় থাকে
P / Q = R / S
® S = (R / P) Q = 24 Ω
S > S1  S2 মানের রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে
তাহলে, S1 + S2 = S
® S2 = S – S1 = 4Ω
মানের রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে (Ans)
®Extension : যদি S<S1 হত তবে S2 মানের রোধ সমান্তরালে যুক্ত করতে হবে
10. একটি মিটার ব্রীজের দুই শূণ্য স্থানের একটিতে এবং 10Ω অন্যটিতে রোধ যুক্ত করা হল ।ভারসাম্য বিন্দু কোথায় অবস্থিত হবে ?
সমাধানঃ
এখানে, P = 8Ω ; Q = 10Ω ; = ?
আমরা জানি, P / Q = l / ( 100-l )
8 / 10 = l / ( 100-l )
® = 44.44 cm
বাম প্রান্ত থেকে 44.44 cm দূরে ভারসাম্য বিন্দু পাওয়া যাবে (Ans)
11. একটি পেটেনসিওমিটার তারে বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে একটি কোষের জন্য 6m দূরে নি:স্পন্দ বিন্দু পাওয়া গেল ।কোষটির দু প্রান্তের সাথে 10Ω একটি রোধ যোগ করলে দূরে নিস্পন্দ বিন্দু পাওয়া যায় ।কোষটির অভ্যন্তরীন রোধ কত ?
সমাধানঃ
এখানেl1 = 6 m ; l2 = 5 m ; R = 10Ω ; r = ?
r = (l1l2– 1 ) R = 2Ω Ans.
12. একটি পোটেনসিওমিটারে দুটি বিদ্যুৎ কোষের তড়িচ্চালক বল তুলনা করার পরীক্ষায় প্রথম দ্বিতীয় কোষের ক্ষেত্রে ভারসাম্য বিন্দুর দূরত্ব যথাক্রমে 0.22 m 0.455 m হল ।প্রথম কোষের তড়িচ্চালক বল 1.1V হলে দ্বিতীয় কোষের তড়িচ্চালক বল কত ?
সমাধানঃ
এখানেl1 = 0.22 m ; l2 = 0.455 m ; E1 = 1.1V ; E2 = ?
E1 / E2 = l1 / l2
® E2 = (l1 / l2) × E1 = 2.275 V Ans
13. একই ধরণের 10টি কোষের ব্যাটারী হতে একটি 10Ω এর মধ্যদিয়ে 1A এবং 20Ω এর বহি:রোধের মধ্যদিয়ে 0.6A তড়িৎ প্রবাহ পাওয়া গেল ।প্রতিটি কোষের অভ্যন্তরীন রোধ কত ?
সমাধানঃ
এখানে, n = 10Ω ; I1 = 1A ; I2 = 0.6 A ; R1 = 10Ω ; R2 = 20Ω ; r = ?
আমরা জানি, I = nE (R+nr)
I1 = nE (R1+nr) ; I2 = nE (R2+nr)
I1 / I2 = (R2+nr) / (R1+nr)
® 10r + 10 = 6r +12
® r = 0.5Ω Ans
14.একটি রোধের গায়ে যথাক্রমে হলুদ,বেগুণী, কমলা লাল রং দেওয়া আছে ।রোধের সর্বোচ্চ সর্বনিম্ন মান কত ?
সমাধানঃ
এখানে, F = yellow = 4 ;
S = Violet = 7 ;
T = Orange = 3 ;
Tolerance = Red = ± 3 % ;

R = FS × 10T ± tolerance (%)
= 47 × 103 Ω ± 3%
সর্বোচ্চ মান = 47 × 103 Ω + 3% = 48.41 kΩ Ans
সর্বনিম্ন মান = 47 × 103 Ω – 3% = 45.59 kΩ Ans

1 comment

ladislawdaisey said...

Blackjack, Rummy & more - Dr.MD
Dr.MD has been a part of the Blackjack 광주광역 출장마사지 community 거제 출장마사지 for over 20 years. Now, as one of the largest poker rooms in the USA, Dr.MD 의왕 출장안마 specializes in 안산 출장안마 the 익산 출장마사지 gambling business.

Powered by Blogger.