Adobe Photoshop
নিচের ভিডিওটির মাধ্যমে ফটোশপ প্রোগ্রামটি খোলার নিয়ম জানা যাবে-
Video1: Start Click → All Programs → Adobe Photoshop
Video1: Start Click → All Programs → Adobe Photoshop
ফটোশপ প্রোগ্রামে খোলার পর-
Video 2: File click → New click
ফটোশপের টুলবক্স এবং প্যালেট পরিচিতি
ফটোশপ প্রোগ্রামে সিলেকশন টুল এবং মুভ টুল পরিচিতি-
টুল বক্সের একেবারে উপরের অংশে রয়েছে ৩টি সিলেকশন টুল এবং
১ টি মুভ টুল। কিছু টুলের ডানদিকে ছোট তীর চিহ্নের z রয়েছে।
এতে বুঝা যাবে ওই সকল টুলের একই অবস্থানে একই গোত্রের আরো টুল রয়েছে। যেমন-একই
অবস্থানে রয়েছে ৪ টি মার্কি টুল এবং অন্য অবস্থানে রয়েছে ৩ টি লাসো টুল।
টুলের উপর মাউস পয়েন্টার স্থাপন করলে টুলের নাম প্রদর্শিত
হবে। মাউস পয়েন্টার দিয়ে ওই
টুলের উপর ক্লিক করলে টুলটি সক্রিয় হবে। এ অবস্থায় মাউস পয়েন্টার পর্দার ভেতরে
নিয়ে এলে সিলেক্টেড টুলের নিজস্ব আকৃতিতে
বা যোগচিহ্ন রূপে দেখা যাবে।
- সিলেকশন টুলের মধ্য
মার্কি টুল দিয়ে চতুষ্কোণ ও বৃত্তাকার সিলেকশন এবং অবজেক্ট তৈরির কাজ জরা যায়।
-shift বোতাম চেপে রেখে Rectangular Marquee
Tool ড্র্যাগ
করলে নিখুঁত বর্গ এবং Shift
বোতাম
চেপে রেখে Elliptical
Marquee Tool ড্র্যাগ
করলে নিখুঁত বৃত্ত সিলেকশন তৈরি হবে। Alt বোতাম চেপে ড্র্যাগ করলে কেন্দ্রবিন্দু থেকে শুরু হয়ে
চতুর্দিকে বিস্তৃত হয়ে বর্গ/বৃত্ত দিলেকশন তৈরি হবে।
Adobe Photoshop (ICT-Class
9 & 10 )- ছবির ঔজ্জ্বল্য ও কনট্রাস্ট সমন্বয় করা -Page-90 Photoshop Brightness & Contrast
সিলেকশন স্থানান্তরিত করা এবং ভাসমান সিলেকশনটি রঙ দিয়ে পূরণ করার কৌশল-
-Rectangular Marquee
Tool-এর সাহায্যে চতুষ্কোণ বিশিষ্ট সিলেকশন রেখা তৈরি করার পর মাউস থেকে আঙুল তুলে
নিলে পর্দায় চতুষ্কোণ বিশিষ্ট সিলেকশন রেখা ভাসমান অবস্থায় থাকবে।
-মাউস পয়েন্টার
সিলেকশনের ভেতরে নিয়ে গেলে মাউস পয়েন্টার নিচের দিকে ছোট একটি আয়তকার আইকন দেখা
যাবে। এ অবস্থায় মাউসে আঙুলের চাপ রেখে ভাসমান সিলেকশনকে ড্র্যাগ করে যে কোন
স্থানে সরিয়ে নেওয়া যাবে।
-সিলেকশন ভাসমান থাকা
অবস্থায় select মেনুর Deselect কমান্ড সিলেক্ট করলে অথবা সিলেকশনের বাইরে মাউস
পয়েন্টার ক্লিক করলে সিলেকশন চলে যাবে।
-টুল বক্সের নিচের অংশে Foreground এবং Background কালার আইকন রয়েছে।
উপরের আইকনটি Foreground –এর নিচের আইকনটি Background-এর। কোনো সিলেকশন ভাসমান থাকা অবস্থায় রঙ দিয়ে পূরণ করার জন্য –
কী বোর্ডের Alt বোতাম চেপে রেখে backspace বোতামে চাপ দিলে সিলেকশনটি Foreground –এর রঙের পূরণ হয়ে যাবে
এবং Ctrl চেপে রেখে backspace বোতামে চাপ দিলে background –এর রঙে পূরণ হয়ে যাবে।
-রঙে পূরণ হওয়া সিলেকশনটি ভাসমান থাকবে। প্রয়োজন
হলে ড্র্যাগ করে অন্য স্থানে সরিয়ে স্থাপন
করা যাবে।
-ctrl বোতাম
চেপে রেখে স্থানান্তরিত করলে অবজেক্টটি
কাট হয়ে স্থানান্তরিত হবে।
-ctrl ও Alt বোতাম এজসঙ্গে চেপে রেখে স্থানান্তরিত করলে অবজেক্টটি কপি হয়ে স্থানান্তরিত হবে।
নিচের ভিডিওটির মাধ্যমে সিলেকশন স্থানান্তরিত করা এবং ভাসমান সিলেকশনটি রঙ দিয়ে পূরণ করার কৌশল জানা যাবে-
Layer হচ্ছে ছবি সম্পাদনার পর্দা বা ক্যানভাসের একেকটি স্তর। লেয়ার পদ্ধতিতে একাধিক স্বচ্ছ ক্যানভাস একটির উপরে একটি রেখে কাজ করা
যায়। ক্যানভাস স্বচ্ছ হলে প্রতি স্তরে বিদ্যমান ছবি দেখে দেখে কাজ করা যায়। কিন্তু উপরের স্তরের ক্যানভাসটি স্বচ্ছ না হলে
নিচের ক্যানভাসের কাজ দেখা যাবে না।
ফটোশপে ফিদারের ব্যবহার
-অপশন বার এ Feather ফেদার ঘরে ০ থেকে ২৫০ পর্যন্ত বিভিন্ন পরিমাণসূচক সংখ্যা
টাইপ করে অবব্জেক্টের প্রান্ত নমনীয় করা যায়। ফেদারের পরিমাণ অবব্জেকটির প্রান্ত
থেকে ভেতর ও বাইরের দিকে সমানভাবে বিস্তৃত হয়। ফেদার ঘরে ১০ টাইপ করলে প্রান্তের
নমনীয়তা হবে ২০।
নিচের ভিডিওটির মাধ্যমে ফটোশপ এ ফিদার-এর ব্যবহার
জানা যাবে-
ল্যাসো টুল ও পলিগোনাল ল্যাসো টুলের -এর ব্যবহার করার কৌশল
টুল বক্সের ল্যাসো টুল
সিলেক্ট করতে হবে। ল্যাসো টুল দিয়ে কয়েক প্রকার সিলেকশন তৈরি করা যেতে পারে। যেমন-
মুক্ত সিলেকশন তৈরি
করার জন্য Lasso
Tool সিলেক্ট
করার পর ক্যানভাসে ক্লিক ও ড্র্যাগ করে অবৃত্তাকার এবং আঁকাবাঁকা সীমানা বা
প্রান্তবিশিষ্ট সিলেকশন তৈরির কাজ করা যায়। ড্র্যাগ ক্করা অবস্থায় মাউসের উপর থেকে
আঙুলের চাপ ছেড়ে দিলে ঐ অবস্থান থেকে শুরুর ক্লিকের বিন্দুর সঙ্গে রেখা তৈরি হয়ে
বদ্ধ সিলেকশন তৈরি হবে।
-সিলেকশন ভাসমান থাকা
অবস্থায় সিলেকশনের মধ্যে ক্লিক করে ড্র্যাগ করে অন্যত্র সরিয়ে স্থাপন করা যাবে।
সিলেকশন কোনো রং দিয়ে পূরণ করার পরো ভাসমান সিলেকশন ড্র্যাগ করে অন্যত্র সরিয়ে
স্থাপন করে একই রং বা অন্য কোনো রং দিয়ে পূরণ করা যাবে।
-রঙের গাঢ়ত্ব পরিমাণ নির্ধারণ করার জন্য Opacity ব্যবহার করা হয়।
-Edit মেনুর Fill কমান্ড দিলে পর্দায় ফিল ডায়ালগ বক্স পাওয়া
যায়।
-ডায়ালগ বক্সের ওপাসিটি ঘরে রঙের গাঢ়ত্ব
নির্ধারণী সংখ্যা টাইপ করতে হয়। রঙের পূর্ণ গাঢ়ত্ব হচ্ছে ১০০% শতকরা হার যত কম হবে
রং ততই হাল্কা হবে।
নিচের ভিডিওটির মাধ্যমে ল্যাসো টুল ও পলিগোনাল ল্যাসো টুলের -এর ব্যবহার করার কৌশল জানা যাবে-
স্ট্রোক কমান্ডের সাহায্যে ইমেজে বর্ডার দেয়ার কৌশল
• সিলেকশন ভাসমান থাকা অবস্থায় Edit মেনুর Stroke কমান্ড সিলেক্ট করলে Stroke ডায়ালগ বক্স পাওয়া যায়।
• ডায়ালগ বক্সের Stroke width ঘরে ১-১৬ পর্যন্ত যেকোনো সংখ্যা টাইপ করা যায়।
• Radio button বাটন ক্লিক করে সক্রিয় করে দিতে হবে।
• ডায়ালগ বক্সের OK বোতামে ক্লিক করতে হবে।
নিচের ভিডিওটির মাধ্যমে স্ট্রোক কমান্ডের সাহায্যে ইমেজে বর্ডার দেয়ার কৌশল জানা যাবে-
ফাইল সেভ করা এবং ওপেন করার পদ্ধতি
- File menu থেকে Save কমান্ড
- Save as ডায়ালগ বক্স থেকে File name এ নাম লিখে Save কমান্ড
নিচের ভিডিওটির মাধ্যমে ফাইল সেভ করা এবং ওপেন করার কৌশল জানা যাবে-
লেয়ার ব্যবহারের কৌশল
গুচ্ছ প্যালেট ব্যবহারের কৌশল
একই সঙ্গে একাধিক প্যালেট এক সাথে থাকতে পারে। যেমন-Layer, Path, Channel একই সঙ্গে থাকতে পারে। প্যালেটগুলোর নাম ট্যাব আকারে থাকবে। যখন যে ট্যাবে ক্লিক করা হবে তখন সেই প্যালেটটি সক্রিয় হবে। এভাবে একসঙ্গে একাধিক প্যালেট অবস্থাকে বলা হয় গুচ্ছ প্যালেট।
নিচের ভিডিওটির মাধ্যমে গুচ্ছ প্যালেট ব্যবহারের কৌশল জানা যাবে-
লেয়ারে অবজেক্ট তৈরি করার কৌশল
ক- ১ নম্বর লেয়ারে আয়তকার অবজেক্ট তৈরি করা।
খ- ২ নম্বর লেয়ার যোগ করা এবং বৃত্তাকার অবজেক্ট তৈরি করা।
গ- টেক্সট লেয়ার তৈরি করা।
নিচের ভিডিওটির মাধ্যমে লেয়ারে অবজেক্ট ও টেক্সট লেয়ার তৈরি করার কৌশল জানা যাবে-
এক ফাইলের ছবি অন্য ফাইলে স্থানান্তরিত করার কৌশল
নিচের ভিডিওটির মাধ্যমে এক ফাইলের ছবি অন্য ফাইলে স্থানান্তরিত করার কৌশল জানা যাবে-
টার্গেট লেয়ার নির্ধারণ করা করার কৌশল
- যে লেয়ারের ছবি সম্পাদনার কাজ করা হয় সেই লেয়ারটিকে বলা হয় Target Layer.
নিচের ভিডিওটির মাধ্যমে টার্গেট লেয়ার নির্ধারণ করার কৌশল জানা যাবে-
লেয়ারের ওপাসিটি পরিবর্তন করার কৌশল
Opacity হচ্ছে রঙের গাঢ়তব। লেয়ার প্যালেটের উপরের ডান দিকে Opacity টেক্সট বক্সে ১০০% বিদ্যমান থাকে। Opacity লেখার উপরে মাউস পয়েন্টার স্থাপন করলে মাউস পয়েন্টার দ্বিমুখী তীরে পরিণত হবে। দ্বিমুখী তীরটি বাম দিকে ড্র্যাগ করলে Opacity বা রঙের গাঢ়তব কমবে এবং ডানে সরিয়ে নিলে Opacity বা রঙের গাঢ়তব বাড়বে।
নিচের ভিডিওটির মাধ্যমে লেয়ারের ওপাসিটি পরিবর্তন করার কৌশল জানা যাবে-
লেয়ার বাতিল করার কৌশল
যে লেয়ারটি বাতিল করতে হবে বা ফেলে দিতে হবে সেই লেয়ারটি অবশ্যই সিলেক্ট করতে হবে। এরপর-
লেয়ার প্যালেটের পপ-আপ মেনু থেকে Delete Layer কমান্ড দিতে হবে।
নিচের ভিডিওটির মাধ্যমে লেয়ার বাতিল করার কৌশল জানা যাবে-
একাধিক লেয়ার একীভূত করার কৌশল
লেয়ার একীভূত করে নিলে ফাইলের আকার অপেক্ষাকৃত ছোট হয়।
একাধিক লেয়ার একীভুত করার জন্য-
লেয়ারস প্যালেটের পপ-আপ মেনুতে Merge Visible, Flatten Image এবং Merge Down নামে ৩টি কমান্ড রয়েছে।
-Merge Visible ক্কমান্ড দিলে শুধু দৃশ্যমান লেয়ারগুলো একীভুত হবে।
-Merge Down কমান্ড দিলে সিলেক্ট করা লেয়ার এবং ঠিক তার নিচের লেয়ার
একীভুত হবে।
-Flatten Image কমান্ড দিলে সবগুলো লেয়ার একীভুত হয়ে যাবে।
নিচের ভিডিওটির মাধ্যমে একাধিক লেয়ার একীভূত করার কৌশল জানা যাবে-
কাট, কপি, পেস্ট ও পেস্ট ইন্টু করার কৌশল
কোনো অবজেক্ট বা ইমেজ সম্পূর্ণভাবে সিলেক্ট করে বা নির্দিষ্ট কোনো অংশ সিলেক্ট করে কাট, কপি, পেস্ট কার্যকর করতে হয়।
কাট বা কপি করা কোনো বিষয় পেস্ট করলে আপনাআপনি নতুন লেয়ার তৈরি হয় এবং পেস্ট করা অবব্জেক্ট নতুন লেয়ারে পেস্ট হয়। তবে, পেস্ট করার আগেই যদি সবচ্ছ লেয়ার তৈরি করে নেওয়া হয়, তাহলে কাট বা কপি করা কোনো বিষয় ওই লেয়ারেই পেস্ট হয়।
নিচের ভিডিওটির মাধ্যমে কাট, কপি, পেস্ট ও পেস্ট ইন্টু করার কৌশল জানা যাবে-
ক্রপ টুলের ব্যবহার করার কৌশল
বিভিন্ন উৎস থেকে গৃহীত ছবির বর্ডার বা প্রান্ত নিখুঁত এবং মসৃণ নাও হতে পারে। প্রান্তভাগ থেকে কিছুটা অংশ ছেঁটে ফেলার প্রয়োজন হতে পারে। এ ছাড়া ছবিটি সমান্তরাল না হয়ে যে কোনো দিক বাঁকা হয়ে থাকতে পারে।
ছবি সম্পাদনার শুরুতে এ ধরনের সমস্যা বা ত্রুটিগুলো সংশোধন করে নেওয়া যেতে পারে। ছবি ছেঁটে ফেলার কাজ করতে হয় Crop টুলের সাহায্যে। Crop শব্দের অর্থ হচ্ছে ছেঁটে ফেলা।
নিচের ভিডিওটির মাধ্যমে ক্রপ টুলের ব্যবহার করার কৌশল জানা যাবে-
হেলানো ছবি ক্রপ করার ব্যবহার করার কৌশল
কোনো হেলানো ছবি ক্রপ করার ক্ষেত্রে ছবিটি ফটোশপে প্রদর্শিত অবস্থায় ফাইল মেনু থেকে Automate কমান্ডের সাব মেনু থেকে Crop and Straighten Photos কামাবড সিলেক্ট করলে কয়েক সেকেন্ডের মঢ্যি ছবিটি ক্রপ ইহয়ে সোজাভাবে স্থাপিত হবে। এ পদ্ধতি শুধু এক রঙের সলিড ব্যাকগ্রাউন্ড এর ক্ষেত্রে প্রযোজ্য। ব্যাকগ্রাউন্ড একাধিক রং বিশিষ্ট হলে এ পদ্ধতিতে ক্রপিংয়ের কাজ করা যাবে না। সে ক্ষেত্রে ক্রপ টুল দিয়ে সিলেক্ট
করতে হবে।
সিলেকশনের হ্যান্ণ্ডেল গুলোর যেকোনো কোণে মাউস পয়েন্টার রাখলে বাঁকানো পয়েন্টারে পরিণত হবে। এ টুলের সাহায্যে সিলেকশনকে ঘুরিয়ে ছবির হেলানো অবস্থার সঙ্গে স্থাপন করতে হবে এবং অন্যান্য হ্যান্ডেলের সাহায্যে ক্রপিংয়ের এলাকা চুড়ান্ত করতে হবে।
-কী বোর্ডের Enter বোতামে চাপ দিলে ছবিটির ছাঁটাই করার কাজ সম্পন্ন হবে এবং ছবিটি সোজাভাবে স্থাপিত হবে।
নিচের ভিডিওটির মাধ্যমে হেলানো ছবি ক্রপ করার ব্যবহার করার কৌশল জানা যাবে-
ইরেজার টুল এর ব্যবহার করার কৌশল
ইরেজার টুল দিয়ে যখন কোন রঙ মুছে ফেলা হয় তখন ঐ রংটি আসলে ক্যানভাসের রঙ দিয়ে ঢেকে দেওয়া হয়। ক্যানভাসের রঙ সাদা হলে মনে হবে রংটা মুছে যাচ্ছে। ক্যনভাসের রঙ সাদা ছাড়া অন্য কোনো রঙ হলে বিষয়টি বোঝা যাবে। তবে, সবচ্ছ লেয়ারের ছবি ইরেজার টুল দিয়ে স্বাভাবিক নিয়মে মুছে ফেলা যাবে।
সূক্ষ্ম অংশ মোছার জন্য কীবোর্ডের Caps Lock চেপে দিলে ইরেজার টুল যোগ (+) চিহ্নের আকার ধারণ করে। তখন সূক্ষ্ম অংশ মোছার কাজ করা যায়।
নিচের ভিডিওটির মাধ্যমে ইরেজার টুল ব্যবহার করার কৌশল জানা যাবে-
গ্রেডিয়েন্ট টুলের সাহায্য ব্লেন্ড তৈরি করার কৌশল
Gradient Tool এর একই অবস্থানে পেইন্ট বাকেট টুল রয়েছে। গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলে অপশন বার-এ ৫ প্রকার গ্রেডিয়েন্ট তৈরির আইকন পাওয়া যাবে। যেমন-Linear Gradient, Radial Gradient, Angle Gradient, Reflected Gradient এবং Diamond Gradient.
একটি রঙ শুরু থেকে শেষের দিকে ক্রমে মিলিয়ে যাওয়াকেই ব্লেন্ড বলা হয়।
গ্রেডিয়েন্ট সম্পাদন করার কৌশল
Gradient Editor ডায়ালগ বক্সে শুরু, শেষ এবং মধ্যবর্তী রং পরিবর্তন করে গ্রেডিয়েন্ট সম্পাদনার কাজ করতে হয়। এ জন্য-
গ্রেডিয়েন্ট বার-এ ক্লিক করলে গ্রেডিয়েন্ট এডিটর ডায়ালগ বক্স পাওয়া যাবে।
- গ্রেডিয়েন্ট এডিটর ডায়ালগ বক্সের গ্রেডিয়েন্ট স্লাঈডারের বাম প্রান্তে নিচে এবং ডান প্রান্তের নিচে Color Stop ত্রিকোণ এবং বাম প্রান্তের উপরে ও ডান প্রান্তের উপরে রয়েছে Opacity Stop ত্রিকোণ।
No comments
Post a Comment